
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্ব থানুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা কৃষি কর্মাকর্তা মাইন উদ্দিন আহমেদ, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, ইসলামি আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সেক্রেটারি মাওলানা মো: হিজবুল্লাহসহ ও ধান গবেষণার বৈজ্ঞানিক কর্মাকর্তা আবদুর রজ্জাক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলআমিন শেখের পরিচালনায় উক্ত কংগ্রেসে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সুজনের উপজেলা সভাপতি শেখ আবদুল হান্নান, বাখরিয়ার কৃষক সমবায় সমিতির সভাপতি আবদুর রাজ্জাক প্রমূখ। কংগ্রেসে জাতীয় কৃষি ব্যবস্থাপনাকে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেয়া হয়। বক্তারা আগামী দিনে কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানান। এই কংগ্রেসে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারী এবং তৃণমূলের শতাধিক প্রান্তিক কৃষকগণ অংশগ্রহণ করেন।